সাকিব-তামিম ফিরছেন উইন্ডিজ সিরিজেই?

ফিট থাকলে ডিসেম্বরে আরব আমিরাতের লিগ খেলার অনুমতি পাবেন সাকিব

চোটের কারণে ক্রিকেটের বাইরে থাকা সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই দলে পাওয়া যাবে, এমন আশাবাদ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানের।

মঙ্গলবার বিসিবি কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই হয়তো তাদেরকে পাবো। এমনই আশা করছি। হয়তো শুরু থেকেই পাবো না, তবে আশা করছি পাবো।’

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হবে ১৫ নভেম্বর। ওই দিনই দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টুয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ আসবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ শেষ হবে ২২ ডিসেম্বর।

ডিসেম্বরে আরব আমিরাতে হতে যাওয়া টি-টেনএক্স টুর্নামেন্ট খেলতে আগ্রহী সাকিব। বিসিবির কাছে অনাপত্তিপত্রের জন্য আগেই আবেদন করে রেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ফিটনেস নিয়ে মেডিকেল প্রতিবেদন যদি ইতিবাচক হয়, তাহলে বিসিবিও ইতিবাচক হবে জানালেন আকরাম।

‘মেডিকেল প্রতিবেদন দিবে, সেটা ইতিবাচক হলে তাকে আমরা এনওসি(নো অবজেকশন লেটার) দিয়ে দিবো। এক বছরের মধ্যে সাকিব অস্ত্রোপচার করাতে পারবে না। আপাতত ব্যথাও নেই। মেডিক্যালি যদি সে ফিট থাকে, তাহলে খেলতে পারবে।’

দলের অপরিহার্য দুই ক্রিকেটারকে ছাড়াই ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তাদেরকে ছাড়া খেলতে হবে টেস্ট সিরিজেও। অভিজ্ঞ দুই সদস্যের অনুপস্থিতিতে টেস্ট দলে এসেছেন চার নতুন মুখ।

প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই হয়ত অতটা দুশ্চিন্তা নেই টাইগার শিবিরে। তবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজে পূর্ণ শক্তি নিয়েই নামতে চায় বাংলাদেশ। আঙুলের চোট কাটিয়ে সাকিব-তামিম ফিরতে পারলে সেটি হবে বড় স্বস্তির।

আকরামতামিমলিড স্পোর্টসসাকিব