সাকিব খেলছেন, শুরুতে ব্যাটিং

টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টুয়েন্টি সিরিজে শুভসূচনা করার মিশনে সোমবার শুরুতে ব্যাট করবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে সব সংশয় কাটিয়ে খেলছেন সাকিব আল হাসান। স্বাগতিক অধিনায়ক ম্যাচের আগেরদিন নেট অনুশীলনে বাঁ-পায়ের আঙুলে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন।

এদিন চার পেসার নিয়ে নেমেছে বাংলাদেশ। আবু হায়দার ও মোস্তাফিজ আছেন পেস স্পেশালিস্ট হিসেবে। তাদের সঙ্গে গতি মেলাবেন দুই পেস-অলরাউন্ডার সাইফউদ্দিন ও আরিফুল। স্পিন সামলাবেন মিরাজ ও সাকিব।

দুই টেস্টের সিরিজ বাংলাদেশের মুঠোয় এসেছে নির্বিঘ্নে। সিলেটে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে জয় এসেছে হেসেখেলে। সাফল্যের পদযাত্রা হাতছানি দিয়ে ডাকছে নতুন ইতিহাস। টি-টুয়েন্টি সিরিজও নিজেদের হলে প্রথমবার তিন সংস্করণের পূর্ণাঙ্গ সিরিজে ট্রেবল জয়ের আলিঙ্গন করবে বাংলাদেশ।

২০০৮ সাল থেকে শুরু করে এপর্যন্ত বিভিন্ন দলের বিপক্ষে ১৪টি পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে বাংলাদেশ। চৌদ্দবারের মধ্যে কখনোই একসঙ্গে তিন ফরম্যাটের ক্রিকেটেই সিরিজ জিততে পারেনি টাইগাররা। ব্যাট-বলে দাপট দেখিয়ে এবার জোরাল সম্ভাবনা জাগানো বাংলাদেশ ইতিহাস গড়ার আরও কাছে চলে যেতে পারে পুণ্যভূমি সিলেট থেকেই। জয়ে টি-টুয়েন্টি সিরিজ শুরু করে।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, আরিফুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, মোস্তাফিজুর রহমান।