সাকিব আছেন সাকিবে, মঈন আলী উঁচুতে

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডার হিসেবে নিজের আসন অক্ষত রেখেছেন সাকিব আল হাসান। কিন্তু মঈন আলী নিজের জায়গা থেকে এক লাফে যেখানে উঠেছেন, সেখানে আগে কখনো পৌঁছাতে পারেননি। লর্ডস টেস্টে আলো ছড়িয়ে ব্যাটিং, বোলিং এবং অলরাউন্ডিং তালিকায় উন্নতি হয়েছে তার।

সাউথ আফ্রিকাকে উড়িয়ে দেয়ার ম্যাচে আলী ব্যাট হাতে দুই ইনিংসে ৮৭, ৭; বল হাতে ৫৯ রানে ৪ উইকেট নেয়ার পর ৫৩ রানে নেন ৬টি। ব্যাটিং তালিকায় আলী এখন ২১ নম্বরে। বোলিং টেবিলে ৯ ধাপ এগিয়ে সেরা ২০’এ ঢুকে পড়েছেন। অলরাউন্ডিং পজিশনে সতীর্থ বেন স্টোকসকে পেছনে ফেলে প্রথমবারের মতো চতুর্থ স্থানে উঠে এসেছেন।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

অলরাউন্ডারদের তালিকায় ৪৩১ রেটিং নিয়ে সবার উপরে সাকিব। দ্বিতীয়স্থানে থাকা রবীন্দ্র জাদেজার রেটিং ৪২২। ৪২৩ রেটিং নিয়ে অশ্বিন তৃতীয়। চতুর্থ স্থানে উঠতে মঈন আলীর অর্জন ৩৮৪।

মঈন আলীসাকিব