সাকিবের ঢাকার শক্তির দেখাও মিলল

আগের রাতে বড় সংগ্রহ গড়তে না পারার মাশুল গুনতে হয়েছে। পরের রাতেই সেটা পুষিয়ে দিয়ে ঢাকা ডায়নামাইটস দেখাল তারা কেবল কাগজে-কলমেই শক্তিশালী দল গড়েনি, মাঠেও দেখা মিলবে শক্তির! রোববার খুলনা টাইটান্সকে ২০৩ রানের লক্ষ্য দিয়েছে সাকিবের ঢাকা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে এভিন লুইস ও ক্যামেরন ডেলপোর্টের ঝড়ো ফিফটিতে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২০২ রান তুলেছে ঢাকা ডায়নামাইটস। জবাবে মাহমুদউল্লাহ, রিলি রুশো, কার্লোস ব্র্যাথওয়েটের খুলনাকে তাই বড় পরীক্ষাই দিতে হচ্ছে।

কুমার সাঙ্গাকারাকে (২০, ২চার ও এক ছয়) নিয়ে ৪ ওভারেই ৩৬ রানের উদ্বোধনী শুরু এনেছিলেন লুইস। ডেলপোর্টকে সঙ্গী করে পরের জুটিটা ১১৬ রানে টেনে নিয়েছেন এই ক্যারিবীয়ান। ১৩তম ওভারের শেষ বলে ফেরার সময় তার নামের পাশে ৬৬ রানের ইনিংস। ৭ চার ও ৩ ছয়ে ৪০ বলে সাজানো।

ডেলপোর্ট পরে বেশিক্ষণ টেকেননি। তবে কাজের কাজটা করে দিয়ে গেছেন। ৪ চার ও ৫ ছয়ে ৩১ বলে ৬৪ রানের ঝড় তুলে।

শেষদিকে কাইরন পোলার্ড ৫, সাকিব আল হাসান ১ ঝড় তুলতে ব্যর্থ হলেও সুনিল নারিনের ১১ বলে ১৬, মোসাদ্দেক হোসেনের অপরাজিত ১০ রানে দুইশ পেরিয়ে যায় ঢাকা।

এটি অবশ্য বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ ইনিংস সংগ্রহ নয়। দুইশর ওপর আরও সাতটি সংগ্রহ দেখেছে বিপিএল। যার সর্বোচ্চটি ঢাকারই, ২১৭/৪; রংপুর রাইডার্সের বিপক্ষে ২০১৩ সালে। তখন অবশ্য দলটির নাম ছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। সেই দলটির আরও তিনটি সংগ্রহ আছে দুইশর ওপর। তবে ঢাকা ডায়নামাইটস নাম নেয়ার পর এটাই প্রথম দুইশ পেরোনো স্কোর।

বিপিএল-২০১৭সাকিব