সাকিবকে টপকে শীর্ষে ওয়ার্নার

বিশ্বকাপে দারুণ সময় পার করছেন সাকিব আল হাসান। চার ম্যাচে দুটি করে সেঞ্চুরি-ফিফটি। কয়েকদিন শীর্ষ রান সংগ্রহকারীর আসন অলঙ্কৃত করেছেন। টাইগার অলরাউন্ডার বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষেও রান পেয়েছেন। তবে একই ম্যাচে দুর্দান্ত এক দেড়শ পেরোনো সেঞ্চুরি হাঁকিয়ে সাকিবকে ছাড়িয়ে গেছেন ডেভিড ওয়ার্নার।

বৃহস্পতিবার নটিংহ্যামে আগে ব্যাটিংয়ে নেমে ৩৮১ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। জবাবে নির্ধারিত ওভার শেষে ৩৩৩ রানে আটকে যায় বাংলাদেশ। ম্যাচে ১৪৭ বলে ১৪ চার ও ৫ ছক্কায় ১৬৬ রানের অনবদ্য ইনিংস খেলেছেন ওয়ার্নার।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

অজি ওপেনার তাতে সাকিবকে ছাড়িয়ে শীর্ষে উঠে যান। পরে ব্যাটিংয়ে নেমে নিজের হারানো স্থান দখল করার সুযোগ পেয়েছিলেন সাকিব। ৪১ বলে ৪১ রান করে আউট হলে সেই সুযোগ আর কাজে লাগানো হয়নি টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডারের।

এখন পর্যন্ত ৬ ম্যাচের ৬ ইনিংসে দুটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরিতে ৪৪৭ রান করেছেন ওয়ার্নার। ৮৯.৪০ গড়ে এই রান করেছেন। অন্যদিকে ৬ ম্যাচের ৫ ইনিংসে ব্যাটিং করে ৪২৫ রান করে দুইয়ে রয়েছেন সাকিব। ১০৬.২৫ গড়ে এই রান করেছেন বাঁহাতি তারকা।

অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৩৯৬ রান নিয়ে তালিকার তিন নম্বরে রয়েছেন। এছাড়া জো রুট ৩৬৭ এবং রোহিত শর্মা ৩১৯ রান নিয়ে শীর্ষ পাঁচে রয়েছেন।

২০০৩ বিশ্বকাপে রেকর্ড সর্বোচ্চ ৬৭৩ রান করেছিলেন মাস্টার ব্লাস্টার শচীন রমেশ টেন্ডুলকার। এবারের রানবন্যার বিশ্বকাপে ভারত কিংবদন্তির সেই রেকর্ড ভেঙে যাবে বলেই মনে হচ্ছে!

ওয়ার্নারবিশ্বকাপ-২০১৯সাকিব