সাউথ সুদানে জমি নিয়ে ফসল উৎপাদন করবে বাংলাদেশ

সাউথ সুদানে জমি ইজারা নিয়ে ফসল চাষ করার এ সম্ভাব্যতা যাচাই করতে বাংলাদেশের বিজ্ঞানীদের সে দেশটিতে পাঠানো হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার সচিবালয়ে সাউথ সুদানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাথে বৈঠকের পর তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘সে দেশের সরকারি জমি লিজ নিয়ে চাষ করা যায় কিনা এটা নিয়ে আমরা কথা বলেছি। আমাদের অনেক উদ্যোক্তাই সেখানে যেতে চায়। সরকার এটা গভীরভাবে চিন্তা করছে।’

সাউথ সুদানে প্রায় সাত মাস বৃষ্টি হয় বলে জানান কৃষিমন্ত্রী। বাংলাদেশ থেকে বিজ্ঞানীদের একটি  পাঠিয়ে কি ধরনের ফসল চাষ করা সম্ভব তা যাচাই করার কথাও জানান তিনি।

মো. আব্দুর রাজ্জাক আরও বলেন, তাদের জমি উর্বর। অনেক ফসলই হতে পারে। আমরা ফসল উৎপাদনে তাদের কারিগরি সহায়তা দেবো।

বাংলাদেশের উদ্বৃত্ত কর্মী ভালো মজুরী পেলে যেতে আগ্রহী হবে বলে দেশটিকে জানিয়েছেন তিনি।

কৃষিমন্ত্রীদক্ষিণ সুদানবাংলাদেশ