‘তাণ্ডব’ নিয়ে বিতর্ক: সাইফের বাড়িতে নিরাপত্তা জোরদার

১৫ জানুয়ারি ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে সাইফ আলি খান অভিনীত ওয়েব সিরিজ ‘তাণ্ডব’। যেটি মুক্তির পর থেকেই একের পর বিতর্কের শিকার হচ্ছে।

শুধু তাই নয়, ইতোমধ্যে ওয়েব সিরিজটি ‘বয়কট’ করতে টুইটার ট্রেন্ড শুরু হয়ে গেছে। সেই বিতর্কের আবহতেই এবার নিরাপত্তা বাড়ানো হলো সাইফ আলি খানের।

জানা গেছে, অভিনেতার বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

মূলত ‘তাণ্ডব’ মুক্তির পর থেকেই অভিযোগ উঠেছে, হিন্দুধর্মাবলম্বীর দেবতা ভগবান শিব এবং ভগবান রামের মানহানি করা হয়েছে ওয়েব সিরিজটিতে। সিরিজে হিন্দু দেবতা মহাদেবকে অবমাননার অভিযোগ তুলেছে বিজেপি। সেই সাথে মহারাষ্ট্রের ঘাটকোপারের বিধায়ক রাম কদম সাইফ আলী খানকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

শুধু তাই নয়, সাইফ আলি ও ছবি সংশ্লিষ্টদের উদ্দেশে হুমকি দেওয়া হয়েছে- এর পরে যদি হিন্দুধর্ম বা দেবতাদের অপমান করে কিছু বানানো হয়, তবে প্রকাশ্যে তাদের জুতোপেটা করা হবে।

এরপর থেকেই সাইফ আলি খানের বান্দ্রার ফরচুন হাইটস ফ্ল্যাটটি সহ আরো একটি ফ্ল্যাটে পুলিশী নিরাপত্তা মোতায়ন করা হয়েছে।

‘তাণ্ডব’ পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর। এতে সাইফের পাশাপাশি আরও রয়েছেন সুনীল গ্রোভার, ডিম্পাল কাপাডিয়া, গওহর খান ও কৃতিকা কামরা।

অ্যামাজন প্রাইমআলি আব্বাস জাফরওটিটিবলিউডসাইফ আলি খান