সাইফের ডাবল সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগ

জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন সাইফ হাসান। ঢাকা বিভাগের ব্যাটসম্যান রংপুর বিভাগের বিপক্ষে মাইলফলক ছুঁয়েছেন শুক্রবার। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২২০ রানে। আর ঢাকা ৮ উইকেটে ৫৫৬ রান তুলে ইনিংস ঘোষণা করে।

চলতি এনসিএলে প্রথম রাউন্ডে সেঞ্চুরির খাতা খুলেছিলেন ইমরুল কায়েস। খুলনা বিভাগের হয়ে করা সেই শতককে টেনে নিয়েছিলেন দ্বিশতকে।

চট্টগ্রামে লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে সংগ্রহের খাতায় ৫০০ পেরিয়ে গেছে ঢাকা। আগেরদিন সেঞ্চুরি তুলে ১২০ রানে রিটায়ার্ড হার্টে মাঠ ছাড়া সাইফ এদিন নেমে ব্যাট চালিয়েছেন আগেরদিনের ধারাবাহিকতাতেই। চা বিরতির পর তুলে নেন দ্বিশতক।

শেষ পর্যন্ত ২২০ রানে অপরাজিত থাকেন সাইফ। ৩২৯ বলে ১৯টি চার ও ৪টি ছয়ের মার এসেছে ২০ বছর বয়সী ডানহাতি ওপেনারের থেকে। ঢাকা ৮ উইকেটে ৫৫৬ রান তুলে ইনিংস ঘোষণা করে।

২০১৫ সালে প্রথম শ্রেণিতে অভিষেকের পর ক্যারিয়ারের ৩৫তম ম্যাচটি খেলতে নেমেছেন সাইফ। কদিন আগে শ্রীলঙ্কায় বাংলাদেশ এ-দলের ওয়ানডে সিরিজ জয়ের ম্যাচে খেলেছিলেন ১১৭ রানের ইনিংস, পরে অফস্পিনে নিয়েছিলেন ২ উইকেট। সেই ফর্মটাই টেনে আনলেন এনসিএলে।

যদিও প্রথম শ্রেণিতে এটি তার প্রথম ডাবল সেঞ্চুরি নয়। ২০৪ রানের আরেকটি ইনিংস আছে সাইফের নামের পাশে। প্রায় ৪২ গড়ে রান তোলা উদ্বোধনী ব্যাটসম্যান বৃহস্পতিবার সেঞ্চুরির পথেই প্রথম শ্রেণিতে দু-হাজার রানের মাইলফলকে ঢুকে পড়েছেন। যাতে ১০ ফিফটির সঙ্গে চার শতকের দুটিই ডাবল সেঞ্চুরি।

ঢাকার ইনিংসের জবাব দিতে নেমে ২ উইকেটে ৭২ রান তুলে দিনশেষ করেছে রংপুর। ঢাকার চেয়ে এখনো ৪৮৫ রানে পিছিয়ে তারা। হাফসেঞ্চুরি (৫১) তুলে অপরাজিত আছেন ওপেনার লিটন দাস। ৮ রানে তার সঙ্গী নাঈম ইসলাম।

অন্য ম্যাচে ঢাকা মেট্টোপোলিসের প্রথম ইনিংসে করা ২৪৬ রানের জবাবে ৩১৯ রানে অলআউট হয় সিলেট ডিভিশন। সিলেটের হয়ে সমান ৭১টি করে রান করেন জাকির হাসান ও জাকের আলি। অধিনায়ক অলক কাপালি ৫৪ ও তৌফিক খান ৬১ রান করেন। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৯ রান তুলে দিনশেষ করেছে ঢাকা মেট্টোপোলিস।

মেট্টোপোলিসের হয়ে আবু হায়দার রনি নেন ৫ উইকেট।

এনসিএল-২০১৯জাতীয় ক্রিকেট লিগলিড স্পোর্টসসাইফ হাসান