সরকার সবাইকে হতাশ করেছে: মির্জা ফখরুল

প্রাণঘাতী করোনাভাইরাসের চলমান সংকটের মধ্যে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত অর্ধকোটি পরিবারের দুই কোটির অধিক মানুষকে মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, করোনাভাইরাস (কোভিড-১৯) ভয়াবহতার মধ্যে দেশের মানুষের পাশে দাড়াঁতে বিএনপি ও অঙ্গ-সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, বাজেটে স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হবে বলে সমগ্র জাতি প্রত্যাশা করেছিল। কিন্তু সরকার সবাইকে হতাশ করেছে। দেশের মানুষের উদ্বেগ ছিল দুটি বিষয় নিয়ে-স্বাস্থ্যঝুঁকি ও অর্থনৈতিক ঝুঁকি। করোনাভাইরাস দেশের স্বাস্থ্যখাতের অবকাঠামো ও অব্যবস্থাপনার আসল চিত্রটাই সবাইকে দেখিয়ে দিয়েছে।

ত্রাণসামগ্রী বিতরণবাজেটবিএনপি মহাসচিবমির্জা ফখরুল ইসলাম আলমগীরস্বাস্থ্যখাত