সরকার ক্ষমতা না ছাড়লে বৃহত্তর আন্দোলন: জাতীয় ঐক্যফ্রন্ট

বর্তমান সরকার ক্ষমতা না ছাড়লে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস ও নারী নির্যাতন বন্ধ করারও দাবি জানিয়েছে তারা।

রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক কর্মসূচিতে তারা এসব বলেন। জাতীয় সংসদ নির্বাচনের ১ বছর পূর্ণ হওয়ার আগের দিন গত নির্বাচনে ভোট ডাকাতি হওয়ার অভিযোগ এনে এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

ঐক্যফ্রন্ট নেতারা বলেন, কোন দল যতো বড়ই হোক না কেন, এককভাবে জনগণের সরকার কায়েম করা সম্ভব নয়। তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

গত বছর নির্বাচনের রাতেই ভোট বর্জন করেছিল জাতীয় ঐক্যফ্রন্ট। পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে আসলেও কিছু দিনের মধ্যেই নির্বাচনে ৭টি আসনে জয়ীরা শপথ নিতে থাকেন। গণফোরামের পর মির্জা ফখরুল বাদে বিএনপি’র সংসদ সদস্যরাও শপথ নিয়েছেন। কিন্তু জাতীয় ঐক্যফ্রন্টের অভিযোগ নির্বাচন সুষ্ঠু হয়নি।

ডক্টর কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন না। এই সমাবেশে উপস্থিত অন্য নেতারা ঐক্যবদ্ধ থাকার কথা জানান এবং পরে ঐক্যফ্রন্ট নেতারা প্রেসক্লাবের সামনে মিছিল করেন।

ঐক্যফ্রন্টবিএনপিসরকার