সম্রাটের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

ক্যাসিনোকাণ্ডের পর বহিষ্কৃত ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জামিন বাতিল করে আগামী ৭ দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এই মামলাসহ মোট চার মামলায় জামিন পেয়ে গত ১১ মে কারামুক্ত সম্রাট বর্তমানে বিএসএমএমইউ এর সিসিইউয়ে চিকিৎসাধীন।

এর আগে সম্রাট জামিনে মুক্ত হবার পর তার জামিন বাতিল চেয়ে দুদক হাইকোর্টে রিভিশন আবেদন করে। সে আবেদন নিষ্পত্তি করে আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ জামিন বাতিলের আদেশ দেন।

সেসময় হাইকোর্ট বলেন, ‘অসুস্থ হলে কেউ সে গ্রাউন্ডে জামিন পেতেই পারেন। তবে এক্ষেত্রে ঢাকার স্পেশাল জজ আদালত ৬ এর বিচারক আগামী ৯ জুন সম্রাটের শারীরিক অবস্থার মেডিকেল রিপোর্ট চেয়েছেন, কিন্তু সে রিপোর্ট না দেখেই ২০২০-২১ সালের রিপোর্ট দেখে গত ১১ মে মেডিকেল গ্রাউন্ডে সম্রাটকে জামিন দিয়ে দিলেন। ৯ জুন যে মেডিকেল রিপোর্ট চাইলেন সেটা না দেখেই জামিন দেয়া তো ঘোড়ার আগে গাড়ি চলার মত বিষয় হয়ে গেল।’

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান। আর সম্রাটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র ও অর্থ পাচারের দুই মামলা এবং মাদক মামলাও হয়।

ক্যাসিনোদুদকসম্রাট