সমঝোতা না হওয়ায় পেছালো ডব্লিউটিও’র সমাপনী অনুষ্ঠান

সদস্য দেশগুলোর মধ্যে সমঝোতা না হওয়ায় ৭ ঘন্টা পিছিয়ে গেছে বিশ্ব বাণিজ্য সংস্থার দশম মন্ত্রী পর্যায়ের বৈঠকের সমাপনী অনুষ্ঠান।

কেনিয়ার রাজধানী নাইরোবিতে এখন বিশ্বের উন্নত ও স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে চলছে দফায় দফায় আলোচনা। বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলোর জন্য রুলস অব অরিজিন এবং ফার্মাসিউটিক্যাল শিল্পের জন্য সুবিধা নিশ্চিত হলেও আটকে রয়েছে সার্ভিস ওয়েভারের বিষয়টি।

স্বল্পোন্নত দেশগুলোর জোটের প্রধান বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, স্বল্পোন্নত দেশগুলো ঐক্যবদ্ধ রয়েছে। তারা আশা করছেন নাইরোবি ঘোষণায় স্বল্পোন্নত দেশগুলোর জন্য ভালো কিছুই থাকবে। 

ডব্লিউটিওতোফায়েল আহমেদ