সন্ত্রাস-উগ্রবাদ দমনে জিরো টলারেন্স নীতিতে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

সন্ত্রাস ও উগ্রবাদ দমনে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে বাংলাদেশ, নিউইয়র্কে কাউন্সিল অন ফরেইন রিলেশনের সংলাপে এ প্রতিশ্রুতির কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘের এসডিজি সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নেয়া পরিকল্পনায় ‘একজন বাংলাদেশি’ও বাদ পড়বে না। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা, ‘এমডিজি’র মতো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাও ঠিক সময়ে অর্জন করবে বাংলাদেশ।

জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে এসডিজি বিষয়ক শীর্ষ সম্মেলনের কো-চেয়ার হিসেবে সম্মেলনে যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকেলে ‘কাউন্সিল অন ফরেইন রিলেশনস’-এর কূটনৈতিক সংলাপে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংলাপে বৈশ্বিক রাজনীতি নিয়ে কথা বলার পাশাপাশি জানান, ধর্মীয় উগ্রবাদ কিংবা বৈশ্বিক সন্ত্রাসবাদ আন্তর্জাতিক সমস্যা। এক্ষেত্রে বাংলাদেশের কঠোর অবস্থানের কথাও জানান তিনি।

প্রশ্নোত্তর পর্বে শিক্ষা-স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রযাত্রার গল্প শোনান প্রধানমন্ত্রী। এরপর রোহিঙ্গা প্রসঙ্গ এলে প্রধানমন্ত্রী জানান, রোহিঙ্গাদের ফেরত পাঠানোই একমাত্র সমাধান।

সংলাপে শেখ হাসিনা অভিযোগ করেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে বেশ কিছু সংস্থা আন্তরিক নয়।

উগ্রবাদএসডিজিএসডিজি লক্ষ্যমাত্রাজাতিসংঘজাতিসংঘ অধিবেশনজাতিসংঘ সাধারণ অধিবেশনজাতিসংঘ সাধারণ পরিষদপ্রধানমন্ত্রী শেখ হাসিনাপ্রধানমন্ত্রী-এসডিজি