সচিবালয়ে অফিস করছেন ওবায়দুল কাদের

চিকিৎসা শেষে দেশে ফিরে সচিবালয়ে আজ আবার অফিস শুরু করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার সকাল ১০টার দিকে সচিবালয় প্রাঙ্গণে পৌঁছালে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান।

এরপর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ে পৌনে এগারটার দিকে মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকে যোগ দেন তিনি। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী।

ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, রাজপথে জনগণের ভোগান্তি কমাতে চেষ্টা চলছে। ইতোমধ্যে বিআরটিসির পণ্য পরিবহনে কেনা ৫শ’টি পরিবহনের ৪৮০টি চলে এসেছে। অন্যদিকে ৬শ’টি বাসের মধ্যে ১৬৯টি এসেছে।

কিছু পরিবহন বেনাপোল সীমান্তে এখনো আটকে আছে। সেগুলোও শিগগিরই এসে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রী।

তিনি বলেন, প্রথম ইনিংস শেষ করেছেন এখন দ্বিতীয় ইনিংসে যানজট এবং মেগা প্রকল্পগুলোর শেষ করাই হবে বড় চ্যালেঞ্জ।

এছাড়া সোমবার থেকে বিআরটিসি’র টিকিট বিক্রি শুরু হবে বলেও জানান তিনি।

নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে মন্ত্রী জানান, আগামী ২১ মাস ভারী কোনো কাজ করতে তাকে নিষেধ করেছেন চিকিৎসকরা। তবে শারীরিক এবং মানসিকভাবে তিনি ভালোই আছেন বলে জানান।

হৃদরোগে আক্রান্ত হয়ে দুই মাস ১০ দিন চিকিৎসা শেষে বুধবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন ওবায়দুল কাদের। দেশে ফিরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ওবায়দুল কাদের