সকালে চন্দ্রকথা, দুপুরে লীলাবতী

ঈদের সাতদিন চ্যানেল আইয়ে থাকছে বাংলা সাহিত্যের কিংবদন্তি গল্প ও উপন্যাসের সম্রাট হুমায়ূন আহমেদ ক্লাসিক! প্রতিদিন হুমায়ূনের গল্প, কাহিনী আর চিত্রনাট্যে থাকছে একটি চলচ্চিত্র।

শুধু তাই নয় বিভিন্ন সময়ে প্রচার হচ্ছে তাঁর নির্মিত নাটক ও টেলিছবি। তারই ধারাবাহিকতায় ঈদের চতুর্থ দিনে চ্যানেল আইয়ে থাকছে হুমায়ূনের চলচ্চিত্র ‘চন্দ্রকথা’ ও টেলিছবি ‘লীলাবতী’।

বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে ‘চন্দ্রকথা’। হুমায়ূনের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন মেহের আফরোজ শাওন, ফেরদৌস, আসাদুজ্জামান নূর, চম্পা, মুনিরা মিঠু, আহমেদ রুবেল, ড. এজাজ প্রমুখ।

অন্যদিকে এদিন দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে হুমায়ূনের বহুল প্রশংসিত টেলিছবি ‘লীলাবতী’। অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, জয়া আহসান, ওয়াহিদা মল্লিক জলি, এজাজুল ইসলাম, মাজনুন মিজান প্রমুখ।

আসাদুজ্জামান নূরআহমেদ রুবেলচন্দ্রকথাচম্পাজয়া আহসানফেরদৌসমাহফুজ আহমেদমুনিরা মিঠুলিড বিনোদনশাওনহুমায়ূন আহমেদ