সংসদে সংরক্ষিত আসন কমানোর কথা জানালেন কাদের

ভবিষ্যতে সংসদে সংরক্ষিত নারী আসন বাড়ানো নয়, বরং কমানো হবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এমনিতেই বিষয়টা ২৫ বছরের জন্য সংরক্ষিত হয়ে গিয়েছে। আবার বাড়াতে হবে?

তার মতে, ‘এই সময়ের মধ্যে ক্ষমতায়নের দিক থেকে নারীরা অনেকটাই এগিয়ে যাবে। নারীদের পজিশনও আপগ্রেডেড হবে।’

সোমবার আগারগাঁস্থ নির্বাচন কমিশন সচিবালয়ে আওয়ামী লীগের ৪৩ জন সংরক্ষিত নারী এমপিদের যাবতীয় তথ্য রিটানিং কর্মকর্তার হাতে তুলে দেওয়া শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: এখন নারীরা অনেক মনোনয়ন পাচ্ছেন।  সংরক্ষিত ছাড়াও যে জায়গায়ই নারীরা মনোনয়ন চাচ্ছেন আমাদের নেত্রী তাদের সিলেক্ট করছেন। এমনকি যদি তার জনপ্রিয়তার রেট সেখানে কমও থাকে। এটা আমরা ইউনিয়ন পরিষদেও করেছি। উপজেলাগুলোতে আমরা খুজে নিচ্ছি কোথায় কোথায় নারীরা আছে।

বহু কাঠখড় পুড়িয়ে খুজেঁ আনা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা নারীর ক্ষমতা বৃদ্ধিতে সরকারের উন্নয়নের অংশ হবে বলেও আশা প্রকাশ ওবায়দুল কাদেরের।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলগুলোর আসন সংখ্যার ভিত্তিতে আওয়ামী লীগ পেয়েছে ৪৩টি আসন, জাতীয় পার্টি ৪টি বিএনপি ১টি, ওয়ার্কার্স পার্টিসহ স্বতন্ত্র ২টি।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন বেলা সাড়ে তিনটার কিছু পর ইসিতে আসেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের ৪৩ জন সংরক্ষিত নারী এমপিদের যাবতীয় তথ্য তিনি তুলে দেন রিটানিং অফিসারের হাতে।

জাতীয় পার্টির ৪ জন সংরক্ষিত নারী আসনের এমপিদের নিয়ে ইসিতে আসেন পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

৪ মার্চ ভোট হবার তারিখ হলেও ৫০ জন নারী সংসদ সদনদ্যর বিপরীতে কোনো প্রতিপক্ষ না থাকায় ১৬ ফেব্রুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের দিনই চুড়ান্ত ফলাফল ঘোষণা করবে ইসি।

ওবায়দুল কাদেরসংরক্ষিত মহিলা আসন