সংরক্ষিত নারী আসন: সপ্তদশ সংশোধনী চ্যালেঞ্জ করে রিট

আরো ২৫ বছরের জন্য জাতীয় সংসদের ৫০টি আসন নারী সদস্যদের জন্য সংরক্ষিত রেখে পাস হওয়া সংবিধানের সপ্তদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ আজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন।

এ আইনজীবী চ্যানেল আই অনলাইনকে বলেন, ৩০০ আসনে নির্বাচিত সংসদ সদস্য থাকার পর আবার অনির্বাচিত ৫০ জন নারীকে সংসদ সদস্য করাটা সাংঘর্ষিক। তাই ২৫ বছরের জন্য জাতীয় সংসদের ৫০টি আসন নারী সদস্যদের জন্য সংরক্ষিত রেখে পাস হওয়া সংবিধানের সপ্তদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে আমি রিটটি করেছি।

গত ৮ জুলাই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ২১তম অধিবেশনে দুই দফা বিভক্তি ভোট অনুষ্ঠানের মাধ্যমে ‘সংবিধান (সপ্তদশ সংশোধন) আইন-২০১৮’ নামে বিলটি পাস হয়।

একাদশ জাতীয় নির্বাচনজাতীয় সংসদলিড নিউজসংরক্ষিত নারী আসন