শ্রীলঙ্কা হামলার দায় স্বীকার করেছে আইএস

শ্রীলঙ্কায় বোমা হামলায় ৩০০ জনের বেশি প্রাণহানির ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস।

আমাক প্রোপাগান্ডা এজেন্সি থেকে প্রকাশিত এক বিবৃতিতে জঙ্গি সংগঠনটি বলে, তারা অনেক দেশের নাগরিকদের এবং খ্রিস্টানদের হত্যার উদ্দেশ্যে এই হামলা করেছিলো।

এক নিরাপত্তা সূত্র আমাক এজেন্সিকে জানিয়েছে, সন্ত্রাসীদের লক্ষ্যই ছিলো মার্কিন নেতৃত্বাধীন জোটের দেশগুলোর নাগরিক এবং শ্রীলঙ্কান খ্রিস্টানদের হত্যা করা।

আইএসের বিবৃতিতে আর কোনো তথ্য বা প্রমাণ দেওয়া হয়নি।

রোববার সকালে শ্রীলঙ্কায় ইস্টার সানডের অনুষ্ঠানে ৩টি গির্জা ও ৩টি পাঁচ তারকা হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ৩২১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫শ’রও বেশি। এ পর্যন্ত ৪০ জনকে আটক করা হয়েছে।

আইএসশ্রীলঙ্কা