শুরুতে জেমস শেষে সালমান

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী কনসার্ট শুরু হবে জেমসের গানে। সবার শেষে পারফর্ম করবেন বলিউড তারকা সালমান খান। অনুষ্ঠানের ব্যাপ্তি প্রায় ৬ ঘণ্টা। দর্শকদের জন্য গেট খুলে দেয়া হবে দুপুর আড়াইটায়।

রোববার বিকেল ৫টায় শের-ই-বাংলা স্টেডিয়ামের মঞ্চে উঠবেন দেশের কয়েকজন শিল্পী। তাদের পারফরম্যান্স শেষে ৬টায় শুরু হবে কনসার্টের মূল আকর্ষণ দেশি-বিদেশি ছয় অতিথীর পর্ব।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল শনিবার সন্ধ্যায় সবশেষ প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন শেষে জানান, ‘বিকাল ৫টায় বাংলাদেশের শিল্পীদের দিয়ে শুরু করব। ৬টায় জেমস সঙ্গীত পরিবেশন করবেন। ৬টা ৩০মিনিটে গাইবেন মমতাজ আপা। ৭টায় প্রধানমন্ত্রী এসে বিপিএল উদ্বোধন করবেন।’

‘৭টা ১৫ মিনিটে সনু নিগম সঙ্গীত পরিবেশন করবেন। এরপর কৈলাশ খের। সাড়ে ৮টায় শুরু করবেন ক্যাটরিনা কাইফ এবং সবার শেষে সালমান খান। অনুষ্ঠান চলবে রাত সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত।’

২০১৫ সালের পর বিপিএলে আবারও হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান। সেবার এসেছিলেন বলিউড তারকা হৃত্বিক রোশন ও জ্যাকুলিন ফার্নান্দেজ। এছাড়া গান গেয়ে আসর জমান কেকে, আইয়ুব বাচ্চু, চিরকুট ব্যান্ড। বাংলাদেশের শিল্পীদের পর্ব শেষ হয় মমতাজের গানে।

আয়োজনের ব্যাপকতা অবশ্য এবারই বেশি। পূর্ব গ্যালারির সামনে মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। বসানো হয়েছে অস্থায়ী আটটি জায়ান্ট স্ক্রিন। সব কাজই গুছিয়ে এনেছেন আয়োজকরা। এ ব্যাপারে শেখ সোহেল বললেন, ‘প্রস্তুতি শেষ পর্যায়ে। এভরিথিং ইজ ডান। কিছুক্ষণ পর ভারতীয় শিল্পীরা আসবে, রিহার্সেল করবে। রাতেই পরীক্ষামূলকভাবে ফায়ারওয়ার্কস করব।’

বঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯লিড স্পোর্টস