শুক্রবার বিকেলে ঢাকায় প্রসেনজিৎ-জয়ার ‘রবিবার’

চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৯তম আসর। স্বল্পদৈর্ঘ্য-পূর্ণদৈর্ঘ্য মিলিয়ে এবছর ৭৩টি দেশের মোট ২২৫টি সিনেমা দেখানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে দেখানো হবে জয়া আহসান ও প্রসেনজিত অভিনীত ভারতীয় ছবি ‘রবিবার’।

অতনু ঘোষ পরিচালিত বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত এই ছবিটি ঢাকা চলচ্চিত্র উৎসবে ‘এশিয়ান ফিল্ম কম্পিটিশন’ বিভাগে দেখানো হবে। শাহবাগে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে এদিন বিকেল ৫টায় হবে শো।

রবিবার পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছিল ২০১৯ সালের ২৭ ডিসেম্বর। তারপরে সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে কোনো ধরনের প্রচারণা ছাড়াই গেল বছরের ফেব্রুয়াতে মুক্তি পেলেও দর্শকপ্রিয়তা পায়নি।

রীতিবিরুদ্ধ একটি সম্পর্কের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘রবিবার’। আবেগ ও থ্রিলারের মিশ্রণ আছে ছবির গল্পে। ‘রবিবার’ এর মধ্য দিয়ে প্রসেনজিৎ ও জয়া আহসান প্রথমবার জুটিবদ্ধ হন। ছবিটি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে সফলতার পাশাপাশি বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবেও দারুণ প্রশংসিত হয়।

অতনু ঘোষজয়া আহসানপ্রসেনজিতরবিবারলিড বিনোদনসাফটা