শাল্লায় হিন্দুদের বাড়িতে হামলার ঘটনায় আরও ১ আসামি গ্রেপ্তার

মোট গ্রেপ্তার ৩৪

সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় আরও ১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে দুই মামলায় ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীর নাম আকামত আলী (৫৫)। তার বাড়ি নাচনী গ্রামে।

মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে ওই আসামীকে গ্রেপ্তার করা হয় বলে জানান শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।

গত ১৭ মার্চ ফেসবুকে ‘আপত্তিকর’ স্ট্যাটাসের জেরে নোয়াগাঁও গ্রামে হিন্দুদের ঘর, বাড়ি এবং মন্দিরে হামলা, লুটপাট ও ভাঙচুর করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, গ্রামের ৮৮টি বাড়ি এবং ৫টি মন্দিরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। তবে স্থানীয়রা বলছেন, কয়েকশ’ বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ১৮ মার্চ রাতে হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল প্রথম মামলা করেন।

গ্রেপ্তারনোয়াগাঁওশাল্লাসুনামগঞ্জ