শরীয়তপুরে ভাঙ্গনের ঝুঁকিতে প্রকৃতি

প্রায় এক শতাব্দী ধরে ধারাবাহিকভাবে ভাঙছে শরীয়তপুরের পদ্মা তীরবর্তী এলাকা। জমি-স্থাপনাছাড়াও নদীগর্ভে বিলীন হচ্ছে প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী গাছ-পালা, খাল ও জলাশয়। নদী তার নাব্য হারাচ্ছে, বদলে যাচ্ছে গতিপথ

এবছর ভাঙন শুরু হয়েছে ১৮ জুন থেকে। শরীয়তপুরের জাজিরা উপজেলার, বিলাসপুর, কুরেচর ইউনিয়ন ও নড়িয়া উপজেলার কেদারপুর এবং মোক্তারের চর ইউনিয়নে দুই শতাধিক পরিবার এরইমধ্যে বসত ঘরসহ নানা স্থাপনা সরিয়ে নিয়েছে। স্থানীয়রা বলছেন, এভাবে ভাঙতে থাকলে পুরো জনপদের কোনকিছুই রক্ষা পাবেনা।

ভাঙনে মানুষের সম্পদহানির পাশাপাশি পরিবেশও পড়ছে বিপর্যয়ের মুখে।

ভাঙন রোধে স্থায়ী প্রকল্প নেয়ার কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। ভাঙন প্রতিরোধে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে