শপথ নিলেন এরশাদ

একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার দুপুরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে সংসদ ভবনে গিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি। তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এর আগে শনিবার বেলা একটার দিকে এরশাদ হাসপাতালে ভর্তি হন।

গত ৩০ ডিসেম্বর নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণার পর বৃহস্পতিবার শপথ নেন নির্বাচিত নতুন সংসদ সদস্যরা। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন প্রথমে নিজে শপথ নেন। এরপর তিনি অন্য সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।

বিএনপিসহ ঐক্যফ্রন্টের নির্বাচিত সাত সংসদ সদস্য ওই শপথ নেননি।

শারীরিক অসুস্থতার কারণে বৃহস্পতিবার শপথ নিতে পারেননি এরশাদও। এমনকি নির্বাচনী প্রচারণায়ও অংশ নিতে পারেননি তিনি। রংপুর-৩ আসন থেকে এরশাদ নির্বাচিত হয়েছেন।

একাদশ জাতীয় নির্বাচনজাতীয় পার্টিজাতীয় পার্টির (জাপা)শপথশপথ গ্রহণহুসেইন মুহম্মদ এরশাদ