শতভাগ স্কুলিংয়ের পথে সিলেটের বিয়ানীবাজার

চলতি বছরেই শতভাগ স্কুলিংয়ের আওতায় আসছে সিলেটের বিয়ানীবাজার উপজেলা। সীমান্তবর্তী প্রান্তিক ওই জনপদ এক দশক আগেও শিক্ষায় পিছিয়ে ছিলো। হাওরবেষ্টিত এলাকাটি এবার এক মাইলফলক হবে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিয়ানীবাজার উপজেলা এক সময় শিক্ষার সব সূচকে পিছিয়ে ছিলো। কিছু কার্যকর উদ্যোগের কারণে এখানকার শিক্ষা ব্যবস্থা এখন গোটা দেশের জন্য রোল মডেল হওয়ার পথে। শিক্ষার পরিবেশ ও শিক্ষাসহায়ক অবকাঠামোর কারণে উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থী অবিভাবকসহ সংশ্লিষ্টদের নজর কেড়েছে।

বিদ্যালয়গুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরী ও কোমলমতি শিক্ষার্থীদের খেলাধূলার পাশাপাশি সুস্থ মননশীলতা গঠন ও পরিবেশ রক্ষাসহ নৈতিক চরিত্র গঠনের লক্ষে চালু করা হয়েছে সততা স্টোর ।

প্রতি দুই কিলোমিটারে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকার কথা। সেক্ষেত্রে বিয়ানীবাজারে আর তিনটি স্কুল প্রতিষ্ঠিত হলেই এ অঞ্চলটি শতভাগ স্কুলিংয়ের আওতায় আসবে।

দেশের শিক্ষা ব্যবস্থায় বিয়ানীবাজার উপজেলাকে মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত করতে শতভাগ স্কুলিংয়ের গৃহীত পরিকল্পনার দ্রুত বাস্তবায়ন চান সকলে।

সিলেটস্কুল