লো-ভোল্টেজ সমস্যায় শেরপুরে চাল উৎপাদন ব্যবস্থা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিদ্যুতের লো-ভোল্টেজের কারণে বন্ধ হয়ে পড়েছে শতাধিক চালকল। চার সপ্তাহ ধরে এই অচলাবস্থার কারণে লোকসানে পড়েছেন চালকল মালিকরা। ব্যহত হচ্ছে সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ।

লো-ভোল্টেজের কারণে চলছে না চালকল। তাই বন্ধ রয়েছে সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ। শেরপুরের শতাধিক চাতালের প্রায় দেড় হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন।

স্থানীয় এক চালকল মালিক বলেন, লো-ভোল্টেজের কারণে আমাদের প্রোডাকশন হচ্ছে না। আমরা ভালো মানের চাল তৈরি করার পারছি না। এইজন্য আমাদের মিলগুলি বন্ধ অবস্থায় আছে। এতে প্রায় ১৫-১৬’শ শ্রমিক বেকার।

চালকলে কর্মরত একজন শ্রমিক বলেন, দুই সপ্তাহ ধরে মিল চলে না। ধান ভাঙ্গা যায় না। বেতন পাওয়া যায় না।

কয়েক সপ্তাহ ধরে বিদ্যুতের লো-ভোল্টেজ সমস্যার কারণে ধান শুকানোর পরও তা ভাঙানো যাচ্ছে না। বিদ্যুৎ বিভাগ বলছে, চালকল চালাতে ৪০০ কিলোওয়াট বিদ্যুৎ প্রয়োজন হয়। সেখানে ২৬০ থেকে ২৮০ কিলোওয়াট বিদ্যুত সরবরাহ করা হচ্ছে।

পিডিবির আবাসিক প্রকৌশলী সোহরাব আলী বলেন, ইরিগেশন সবগুলো একসঙ্গে চালু হওয়ার কারনে লো-ভোল্টের সমস্যা দেখা দিয়েছে।

নালিতাবাড়ি বাজারে জরুরীভিত্তিতে একটি গ্রিড সাব-স্টেশন স্থাপনের কাজ চলছে। কাজ শেষ হলে সমস্যার সমাধান হবে বলে জানিয়েছে পিডিবি।

চাল উৎপাদন