লিভারপুল-চেলসির জয়ের রাতে ‘ভাগ্যে’ রক্ষা বার্সার

মেসির দুই রেকর্ড

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাত ছিল ৩০ গোলের। বুধবার রাতও থাকল কাছাকাছি। আট ম্যাচে ২৪বার জালে জড়িয়েছে বল। প্রত্যাশিত জয় পেয়েছে জায়ান্টরা। তবে দুটি গোল বিশেষ তকমা পাচ্ছে, দুটিই বার্সেলোনার পক্ষে। এক গোলে মেসি ছুঁয়েছেন রেকর্ড, আরেক গোলে মিলেছে কাতালানদের জয়।

বুধবার রাতে উয়েফা সেরার গ্রুপপর্বের লড়াইয়ে সবচেয়ে বড় জয়টা লিভারপুলের। জেঙ্কের মাঠে ৪-১ ব্যবধানে জিতে ফিরেছে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা। নাপোলি ৩-২ গোলে জিতেছে সলজবুর্গের মাঠে।

ইন্টার ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ডকে। স্লাভিয়া প্রাগের মাঠ থেকে ২-১ ব্যবধানের স্বস্তির জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা। লেইপজিগ ২-১এ হারিয়েছে জেনিতকে।

রাতের অন্য দুই ম্যাচে বেনফিকার মাঠে ২-১ গোলে হেরেছে লিওঁ। আর গত আসরে চমক জাগানো আয়াক্সকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়ে ফিরেছে আরেক ইংলিশ জায়ান্ট চেলসি।

স্লাভিয়া প্রাগের মাঠে বার্সেলোনার পক্ষে হওয়া দুই গোল বিশেষ, কারণ প্রথম গোলটির মধ্য দিয়ে অনন্য দুই রেকর্ডে নাম লিখিয়েছেন লিওনেল মেসি, দ্বিতীয় গোলটি প্রাগের নিজেদের জালেই জড়ানো, যা সৌভাগ্যের জয় এনে দিয়েছে মেসির দলকে।

‘এফ’ গ্রুপের ম্যাচটিতে তৃতীয় মিনিটেই বার্সাকে এগিয়ে দিয়েছিলেন মেসি। আর্থারের সাথে বল দেয়া-নেয়া করে প্রাগের বক্স থেকে বাঁ-পায়ের শটে জাল খুঁজে নেন অধিনায়ক।

আসরে যেটি মেসির প্রথম গোল। তাতেই হয়ে গেছে দুই রেকর্ড। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১৫ মৌসুমে গোলের দেখা পাওয়ার অনন্য কীর্তি গড়েছেন ফুটবল জাদুকর। সঙ্গে প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বাধিক ৩৩টি দলের বিপক্ষে গোলের কীর্তি ছুঁয়েছেন। যে রেকর্ড আছে কেবল আরেক মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও রাউল গঞ্জালেসের।

ঘরের মাঠে ম্যাচের ৫০ মিনিটে ইয়ান বরিলের গোলে সমতায় ফিরেছিল স্বাগতিকরা। দুই মিনিট পরই অবশ্য হতাশায় ডোবে প্রাগের গ্যালারি। ৫৭ মিনিটে মেসির বাঁকানো ফ্রি-কিকে সুয়ারেজের টোকায় প্রাগের এক খেলোয়াড়ের গায়ে লেগে বল জড়িয়ে যায় জালে। ওই গোলেই তিন পয়েন্ট নিয়ে ফিরেছে কাতালানরা।

এই জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্টে গ্রুপের শীর্ষেই থাকল বার্সেলোনা। বরুশিয়াকে হারানো ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান গ্রুপের তিনে, তাদের সমান পয়েন্টে গোলপার্থক্যে এগিয়ে দুইয়ে জার্মানির ডর্টমুন্ড।

একই রাতে ‘ই’ গ্রুপের ম্যাচে সলজবুর্গকে হারানো ইতালিয়ান নাপোলি ৭ পয়েন্ট নিয়ে আছে গ্রুপ শীর্ষে। এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে লিভারপুল। বড় জয়ের রাতে অলরেডদের জোড়া গোল এনে দিয়েছেন অ্যালেক্স অক্সিলেড-চেম্বারলেইন, ম্যাচের দ্বিতীয় ও ৫৭ মিনিটে। বাকি গোল দুটি সাদিও মানে ও মোহামেদ সালাহর।

গ্রুপ ‘জি’তে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জার্মান ক্লাব লেইপজিগ। সমান ৪ পয়েন্ট করে নিয়ে রাশান ক্লাব জেনিত দুইয়ে ও লিওঁ টেবিলের তিনে।

গ্রুপ ‘এইচ’র ম্যাচে একই রাতে হেরেও ৩ ম্যাচে ৬ পয়েন্টে শীর্ষে আয়াক্স। চেলসিরও পয়েন্ট সমান ৬, তারা আছে দুইয়ে।

চেলসিচ্যাম্পিয়ন্স লিগবার্সামেসিলিড স্পোর্টসলিভারপুল