লিখন আউটস্ট্যান্ডিং, বিপ্লব অ্যাগ্রেসিভ

চট্টগ্রাম থেকে: জুবায়ের হোসেন লিখনের শুরুর সময়টা কাছে থেকেই দেখেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বুধবার দেখলেন আরেক লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে। অভিষেকে দ্যুতি ছড়ানো ১৯ বছরের তরুণের বোলিং দেখে যারপরনাই খুশি অভিজ্ঞ এ ক্রিকেটার। দুই সময়ের দুই লেগির মাঝে তুলনায় না গেলেও তাদের আবির্ভাব নিয়ে অভিমত মিলেছে ম্যাচ শেষে তার সংবাদ সম্মেলনে।

‘লিখন যখন শুরু করেছিল, আমার কাছে দুর্দান্ত মনে হচ্ছিল। ওর গুগলি বলগুলো বোঝা খুব কঠিন ছিল। হয়তো ওর ফর্মে কিছু ওলট-পালট হয়েছিল। এই ছেলেকে (বিপ্লব) আমার কাছে মনে হয়েছে অনেক সম্ভাবনাময়। সবাই তাকে উৎসাহ দিচ্ছে। আমার মনে হয় তার ভবিষ্যৎ উজ্জ্বল। তুলনা (লিখন-বিপ্লব) আসলে কারো সঙ্গে কারো হয় না।’

অমিত সম্ভাবনা নিয়ে বাংলাদেশ দলে এসেছিলেন লিখন। টেস্ট, ওয়ানডের পর মাথায় উঠেছিল টি-টুয়েন্টি ক্যাপ। জিম্বাবুয়ের বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণে অভিষেকের পর আর খেলা হয়নি জাতীয় দলে। চার বছর পর একই দলের বিপক্ষে বুধবার অভিষিক্ত হলেন আরেক তরুণ লেগস্পিনার বিপ্লব। সন্তুষ্টি ছড়ানোর মতোই বোলিং করেছেন। ৪ ওভারে ১৮ রানে নিয়েছেন দুটি উইকেট।

বোলিং দেখে মনেই হয়নি বিপ্লবের এটি অভিষেক ম্যাচ! এই তরুণের শারীরিক ভাষা ও সাহসিকতা দেখে মুগ্ধ মাহমুদউল্লাহ। প্রশংসা করতে গিয়ে খুলে দিলেন মনের দুয়ার।

‘যখন মাঠে নেমেছিলাম, মনে মনে চাইছিলাম বিপ্লব যেন খুব ভালো করে। ওর খেলা আগে দেখিনি, চিনতামও না। যখন নেটে দেখলাম, অনুভব করলাম ওর ভেতরে কিছু একটা আছে। ব্যক্তিগতভাবে চাইছিলাম ও যেন ভালো করে, তাহলে দলের জন্যও ভালো হবে। আমি ওর জন্য আসলে অনেক বেশি খুশি। সাকিবের সঙ্গে কথা বলছিলাম, যে উৎসাহ নিয়ে ও বল করেছে, এক কথায় আউটস্ট্যান্ডিং। ওর ব্যাটিং সামর্থ্যও ভালো। যেভাবে শুরু করেছে, এভাবে চলতে থাকলে বাংলাদেশের জন্য আরও সাফল্য এনে দিতে পারবে।’

‘আজকে ওকে মাঠে গিয়েই বলছিলাম, আন্তর্জাতিক প্রথম ম্যাচ, সবারই কম বেশি নার্ভাসনেস থাকে। শুধু ওকে বলছিলাম, যাই কিছু করো বুকে সাহস নিয়ে করবা। ভয় নিয়ে কিছু করে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকা যায় না। যা কিছু করবা মন খুলে। আমার মনে হয় ও এটা অনুভব করছিল। ওভাবেই বোলিং করছিল। বোলিং দেখে মনে হচ্ছিল আক্রমণাত্মক। ওর ফিল্ডিং, শারীরিক ভাষাও আক্রমণাত্মক। যেটা টি-টুয়েন্টি ক্রিকেটে বেশি প্রয়োজন। কিছু সময় হয়তো সফল হওয়া যাবে না, কিন্তু বেশিরভাগ সময়ই সফল হওয়ার চান্স থাকবে। ভালো পারফরম্যান্স করেছে, তার জন্য আমি খুশি।’

আমিনুলমাহমুদউল্লাহলিড স্পোর্টস