লাইবেরিয়াকে ইবোলামুক্ত ঘোষণা

মাত্র কয়েকদিন আগের ঘটনা। ইবোলা যেন এক ভয়াবহ আতঙ্ক হয়ে দেখা দিয়েছিলো লাইবেরিয়ার মানুষদের কাছে। এবার সেই লাইবেরিয়াকে ইবোলামুক্ত ঘোষণা করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিগত ৪২ দিন ধরে লাইবেরিয়ায় আর কোনো ইবোলা আক্রান্তের ঘটনা দেখা যায়নি।

লাইবেরিয়ার বর্তমান প্রেসিডেন্ট এল্লেন জনসন বিবিসিকে বলেন, লাইবেরিয়া সংকটকাল অতিক্রম করেছে। এখন এই সংকটকে আর সামনে না আসতে দেওয়ার জন্য যা দরকার তাই করা হবে।

লাইবেরিয়ায় ইবোলা আক্রান্ত হয়ে মারা গেছে ৪ হাজার ৭শ’র বেশি মানুষ। যা অন্যান্য যে কোনো ইবোলা আক্রান্ত দেশের চেয়ে বেশি।

তবে লাইবেরিয়ার পাশের দেশ গিনি এবং সিয়েরা লিওন এই সমস্যার সাথে এখনো যুদ্ধ করে যাচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৪২ দিন পর দেশটিকে ইবোলামুক্ত ঘোষণা করলো কারণ এই সময়ে কোনো নতুন ইবোলার ঘটনা দেখা যায়নি। এই ৪২ দিন ইবোলা ভাইরাসে আক্রান্ত হওয়ার সময়ের দ্বিগুণ।

লাইবেরিয়ায় ইবোলা আক্রান্ত হয়ে সর্বশেষ মৃতের ঘটনা ঘটে ২৭ মার্চ। শনিবার বিশ্বস্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে জানায়, ইবোলার প্রাদুর্ভাব থেকে লাইবেরিয়া মুক্ত হয়েছে।

লাইবেরিয়া