লন্ডনে নয়, আবিরের স্থান হলো কবরে

সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা গ্রামের শিক্ষানবিশ আইনজীবী আবির হোসেন (২৫) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কয়েকদিন পর আইনপেশায় উচ্চশিক্ষা গ্রহণের জন্য যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল তার।

আবিরের পরিবারের সদস্যরা জানান, দুই সপ্তাহ আগে ডেঙ্গুতে আক্রান্ত হলে তাকে প্রথমে রাজধানীর কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।

পরে সেখান থেকে ধানমন্ডি জেনারেল ও কিডনি হাসপাতাল এবং সর্বশেষ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আবিরকে।

অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বৃহস্পতিবার ভোরে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়।

আবিরের পিতা আবদুল্লাহ আল মামুন একজন ব্যবসায়ী এবং বনগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করে তার চাচা ও বনগাঁও ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক আমির হোসেন জানান, ‘কিছুদিন পরই আইনপেশায় উচ্চতর ডিগ্রী নিতে আবিরের যুক্তরাজ্যের লন্ডনে যাওয়ার কথা ছিল।’

ডেঙ্গুসাভার