লক্ষ্মীপুরে ‘সন্ত্রাসী বাহিনীর গোলাগুলি’তে দুই যুবক নিহত

লক্ষ্মীপুরে কথিত দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে ‘গোলাগুলি’তে খোরশেদ আলম (৩৫) এবং তোফায়েল আহম্মদ (৩০) নামে দুই যুবক নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাতে সদর উপজেলার দত্তপাড়ার বড়ালিয়া গ্রামে কাছে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি নিহত দুই যুবক সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডজনখানেক মামলা রয়েছে।

দওপাড়া পুলিশ ফাঁড়ির এস আই মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন: ‘বড়ালিয়া গ্রামে কালভার্টের কাছে দুই সন্ত্রাসী বাহিনীর গোলাগুলির খবর শুনে ঘটনাস্থলে যায় পুলিশ। সেসময় তাদের থামাতে পুলিশ ছয় রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ দু’জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি বন্দুক, একটি এলজি, ৪ রাউন্ড তাজা গুলি ও ৫টি গুলির খোসা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

নিহতদের মধ্যে বড়ইতোলা গ্রামের খোরশেদ আলমের বিরুদ্ধে হত্যা, ডাকাতি এবং অস্ত্রসহ ১২টি মামলা রয়েছে। দর্জিপাড়া গ্রামের শাহাদাত হোসেনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি এবং অস্ত্রসহ ৯টি মামলা রয়েছে।

নিহতবন্দুকযুদ্ধলক্ষ্মীপুর