লক্ষ্ণৌ কিনল ডি কককে, আইয়ারকে কলকাতা

আইপিএল-২০২২ মেগা নিলাম

আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কককে দলে টেনেছে আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। শ্রেয়াস আইয়ারকে কিনেছে শাহরুখ খানের দল কলকাতা।

ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৫তম মেগা আসরের নিলাম। দুই দিনব্যাপী নিলামের প্রথম দিনের দেশি-বিদেশি বেশ কিছু খেলোয়াড় বিক্রি হয়েছে।

বিদেশি খেলোয়াড় কোটায় ৬.৭৫ কোটি রুপিতে ডি কককে কিনেছে লক্ষ্ণৌ। প্রোটিয়া এই ক্রিকেটারকে পেতে নিলামের লড়াইয়ে ছিল চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। আসন্ন আসরে দল গোছাতে প্রত্যেক দল সর্বোচ্চ আটজন বিদেশি খেলোয়াড় টানতে পারবে।

৭.২৫ কোটি রুপিতে অজি টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সকে ধরে রেখেছে কলকাতা। পরে দুই কোটি রুপি ভিত্তিমূল্যে শ্রেয়াস আইয়ারকে পেতে লড়াইয়ে নামে ফ্র্যাঞ্চাইজিটি। আরসিবি, গুজরাট, দিল্লির বিপক্ষে লড়ে সম্ভাব্য অধিনায়ক আইয়ারকে টেনে নেয় কলকাতা। এজন্য খসাতে হয়েছে ১২.২৫ কোটি রুপি।

প্রথম রাউন্ডে দেশি খেলোয়াড় হিসেবে শিখর ধাওয়ানকে পাঞ্জাব কিংস (৮.২৫ কোটি), রবিচন্দ্রন অশ্বিনকে রাজস্থান রয়্যালস (৫ কোটি), শ্রেয়াস আইয়ারকে কলকাতা নাইট রাইডার্স (১২.২৫ কোটি) এবং মোহাম্মদ শামিকে কিনেছে গুজরাট টাইটানস (৬.২৫ কোটি)।

বিদেশিদের মাঝে দল পেয়েছেন প্যাট কামিন্স (কেকেআর— ৭.২৫ কোটি), কাগিসো রাবাদা (পাঞ্জাব— ৭.২৫ কোটি), কুইন্টন ডি কক (লক্ষ্ণৌ— ৬.২৫ কোটি), ডেভিড ওয়ার্নার (দিল্লি— ৬.৭৫ কোটি), ট্রেন্ট বোল্ট (রাজস্থান— ৮ কোটি) এবং ফাফ ডু প্লেসি (আরসিবি— ৭ কোটি)।

ভারতের বোর্ডের পক্ষ থেকে নিলামের জন্য ১২ ও ১৩ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। দুই দিনব্যাপী নিলামে ১০টি ফ্র্যাঞ্চাইজির সামনে থাকছে ৬০০ ক্রিকেটার। যাদের মধ্যে রয়েছে ৩৭৭ জন ভারতীয় ক্রিকেটার এবং ২২৩ জন বিদেশি ক্রিকেটার।

আইপিএলআইপিএল-২০২২আইয়ারকলকাতাকামিন্সদিল্লিপাঞ্জাবলক্ষ্ণৌলিড স্পোর্টস