রোহিঙ্গা নির্যাতন: মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘে নিন্দা প্রস্তাব

মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘন ও রোহিঙ্গা নির্যাতনের অভিযোগে নিন্দা প্রস্তাব পাস করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ।

প্রস্তাবে রোহিঙ্গাসহ মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন, ধর্ষণ ও আটক অবস্থায় হত্যার মতো বিভিন্ন অভিযোগের কঠোর নিন্দা জানানো হয়েছে।

একই সঙ্গে প্রস্তাবটি পাস হওয়ার মধ্য দিয়ে দেশের রাখাইন, কাচিন ও শান রাজ্যে রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে জাতিগত বিদ্বেষ মোকাবেলায় পদক্ষেপ নিতে মিয়ানমার সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোহিঙ্গাদের ওপর জাতিগত বিদ্বেষমূলক নিপীড়ন থামাতে জরুরি ব্যবস্থা নিতে শুক্রবার এই নিন্দা প্রস্তাব আনা হয়। প্রস্তাবের ভোটে জাতিসংঘ সাধারণ পরিষদে ১৯৩ সদস্যের মধ্যে ১৩৪-৯ ভোটে প্রস্তাবটি পাস হয়। ২৮টি সদস্য দেশের প্রতিনিধি ভোট দেয়া থেকে বিরত থাকেন।

জাতিসংঘে মিয়ানমারের প্রতিনিধি হাও দো সুয়ান এটিকে মানবাধিকার বিষয়ে দ্বৈত নীতির উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এ প্রস্তাব কোনো ধরনের আইনী সহযোগিতা না দিলেও এ বিষয়ে বিশ্ব জনমত সৃষ্টিতে এটি সহায়তা করবে।

মিয়ানমারে ২০১৭ সালের আগস্টে চালানো সেনা অভিযানে কয়েক হাজার রোহিঙ্গা নিহত হয় এবং সাড়ে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়।

জাতিসংঘজাতিসংঘ সাধারণ পরিষদমিয়ানমাররোহিঙ্গা