রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক আদালতে নিতে সহযোগিতা করবে গাম্বিয়া

রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক বিচারিক আদালতে নিয়ে যেতে গাম্বিয়া প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দেশটির সফররত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মামাদো তাঙ্গারা।

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার সময় গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের মতো মানবিক ইস্যুতে তার দেশ বাংলাদেশকে সহযোগিতা দিয়ে যাবে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন তিনি। বলেন, তার দেশ বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতায় আগ্রহী।

প্রধানমন্ত্রী দেশে ফিরে আসার পর গণতন্ত্রের জন্য তার দীর্ঘ সংগ্রামের কথা উল্লেখ করে বলেন, তার সরকার গ্রামীণ মানুষের উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

গাম্বিয়ার প্রেসিডেন্টের একটি চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রীরোহিঙ্গাশেখ হাসিনা