রেল সেতুর মাটিতে ধস, রক্ষা পেল নীল সাগর এক্সপ্রেস

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌংলী নদীর উপর নির্মিত পৌংলী রেল ব্রিজের দক্ষিণ পাশের মাটি ধসে যাওয়ায় ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

স্থানীয়দের বুদ্ধিমত্তায় বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে সেতু সূত্র জানায়, রোববার সকালে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনটি জেলার কালিহাতী উপজেলার পৌংলী নদীর উপর নির্মিত রেল ব্রিজের কাছে পৌঁছালে গাড়ির চালক একটি লাল নিশানা দেখতে পেয়ে ট্রেন থামিয়ে দেন।

পরে চালক স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল ব্রিজের দক্ষিণপ্রান্তে গিয়ে সেতুর নীচ থেকে ছয়/ সাত ফুট মাটি ধসে যাওয়া দেখতে পান। এ কারণে ওই ব্রিজের উপর দিয়ে ট্রেন চলাচলের অনুপযোগী হওয়ায় রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এ ঘটনায় সেতু পশ্চিম প্রান্ত রেলওয়ে স্টেশনে সিরাজগঞ্জ এক্সপ্রেস, সেতু পূর্ব স্টেশনে একতা ও রংপুর এক্সপ্রেস, মির্জাপুর স্টেশনে উত্তরবঙ্গগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে আছে।

টাঙ্গাইলে যে রেল সেতুটির মাটি ধসে গেছে তার ভিডিও:

ট্রেনরেল যোগাযোগসেতু ধস