রিয়ালের ব্যবধানটা বার্সার বেশ ‘চোখে লাগবে’

করোনা বিরতির আগে লম্বা সময় দুপয়েন্টে এগিয়ে ছিল বার্সা। ফিরে ইঁদুর-বিড়াল খেলা চলল কিছুদিন। একসময় টেবিলে সমান পয়েন্ট দুদলের। তারপর এগিয়ে গেল রিয়াল। বৃহস্পতিবার রাতে সেই এগিয়ে যাওয়া একলাফে এগিয়েছে অনেকটা দূর। বার্সার সঙ্গে এখন চার পয়েন্টের ব্যবধান জিনেদিন জিদানের দলের। যা শিরোপার দাবিটা বেশ মজবুতই করল মাদ্রিদ রাজাদের।

ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ শক্ত পরীক্ষায় পাশ করে ১-০ গোলের জয় তুলেছে গেটাফের বিপক্ষে। ম্যাচের শেষদিকে পেনাল্টিতে জয়সূচক গোলটি আনেন সার্জিও রামোস।

এই জয়ে ৩৩ ম্যাচে শীর্ষ মজবুত করা রিয়ালের পয়েন্ট এখন ৭৪। সমান ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৭০। হাতে পাঁচটি করে ম্যাচ দুদলের, বার্সার শিরোপা ধরের রাখার বা রিয়ালের শিরোপা নিশ্চিত করার জন্য।

ম্যাচের ৭৯ মিনিটে আসে বহু প্রত্যাশার গোলটি। অতিথিরা বক্সে কারভাহালকে ফাউল করলে রেফারি বাঁশি বাজিয়ে দেন। দারুণ স্পটকিকে গোল আদায় করেন অধিনায়ক রামোস। তাতেই আসে মহামূল্যবান ৩ পয়েন্ট।

গেটাফেবার্সারামোসরিয়াললা লিগালিড স্পোর্টস