রিফাত হত্যা মামলার আসামীদের দেশ ত্যাগের বিষয়ে সতর্ক পুলিশ

বরগুনায় রিফাত শরীফকে স্ত্রীর সামনে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনার মামলার আসামিরা যেন দেশ ত্যাগ করতে না পারে, সে মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে পুলিশ। এছাড়াও ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শুক্রবার দুপুরে বিষয়টি জানতে চাইলে চ্যানেল আই অনলাইনকে এসব তথ্য দেন পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা।

সোহেল রানা বলেন, আসামিরা যেনো দেশ ত্যাগ করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট সকল বিমানবন্দর, স্থলবন্দর ও নৌ-বন্দর সমূহকে নির্দেশনা দেয়া হয়েছে।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে জানিয়ে তিনি বলেন: আসামিদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে জেলা পুলিশের পাশাপাশি পিবিআই, সিআইডি, র‌্যাব এবং ডিএমপি’র কাউন্টার টেররিজম ইউনিট কাজ করছে।

সোহেল রানা বলেন, ইতোমধ্যেই ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। জড়িত অন্যদেরকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। আশা করছি, সকল আসামিকে শীঘ্রই আইনের আওতায় আনা সম্ভব হবে।

এছাড়াও অভিযুক্তদের বিষয়ে কোনো তথ্য থাকলে তা নিকটস্থ থানায় জানাতে জনগণের প্রতি অনুরোধ করেছে পুলিশ সদর দফতর।