রাসায়নিকের প্রয়োগ ঠেকাতে ফলের বাজার নজরদারির নির্দেশ

ফলে রাসায়নিকের প্রয়োগ ঠেকাতে কমিটি গঠন করে সারা দেশের ফলের বাজার ও আড়ত নজরদারি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আগামী সাত দিনের মধ্যে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

পুলিশ প্রধান, বিএসটিআই’র ব্যবস্থাপনা পরিচালক, র‌্যাবের মহাপরিচালক, বিএসটিআই’র কেমিক্যাল টেস্টিং উইংয়ের পরিচালককে এই নির্দেশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন ১৮ জুন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আজ আদালতে শুনানি করেন রিটকারী পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল বাশার।

এর আগে হাইকোর্ট ফলে রাসায়নিক ব্যবহার বন্ধে আমবাগানগুলোতে ম্যাজিস্ট্রেটসহ পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন। এবং ঢাকাসহ সারা দেশের ফলের বাজার ও আড়ত নজরদারিতে কমিটি গঠন করে পর্যবেক্ষণ করতে নির্দেশ দিয়েছিলেন, যাতে কেউ রাসায়নিক ব্যবহার করে ফল রক্ষণাবেক্ষণ বা পাকাতে না পারে।

এই আদেশ বাস্তবায়ন না হওয়ার বিষয়টি আজ হাইকোর্টকে জানালে আদালত সারা দেশের ফলের বাজার ও আড়ত নজরদারি করতে নির্দেশ দিলেন।

ফলহাইকোর্ট