রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার বিকল্প নেই

করোনাভাইরাস মহামারির অভিঘাত কাটিয়ে উঠতে না উঠতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধকল সামলাতে হিমশিম খাচ্ছে পুরো বিশ্ব। বাংলাদেশও এর বাইরে নয়। এমন অবস্থায় জ্বালানি, গ্যাস ও বিদ্যুৎসহ রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে।

তেল-গ্যাস-বিদ্যুৎ ব্যবহারে বেশ কিছুদিন থেকেই নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে সাশ্রয়ী, মিতব্যয়ী ও দায়িত্বশীল হতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, জনগণের ঐক্যবদ্ধ প্রয়াস থাকলে কোন সঙ্কটই মোকাবিলা করা কঠিন নয়। আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাবো, আসুন সকলেই দায়িত্বশীল হই; সকলেই মিতব্যয়ী এবং রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে সাশ্রয়ী হই।

এটা ঠিক যে, বর্তমান সঙ্কট একটি বৈশ্বিক সঙ্কট। বাংলাদেশ যাতে এই সঙ্কটের অভিঘাতে জর্জরিত না হয় সে জন্য সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বর্তমান সরকার সামনের সঙ্কট মোকাবিলার জন্য সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করছে। এমন অবস্থায় সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে, উচ্চমূল্যে জ্বালানি কিনে অনেক দেশের রিজার্ভেই টান পড়েছে। বাংলাদেশও ডলার সাশ্রয়ের চেষ্টা করছে। এর প্রভাবও পড়ছে বৈদেশিক মূদ্রার বাজারে। তারপরও আমরা মনে করি, সবাই মিলে চেষ্টা করলে করোনার মতোই এ সংকটও কাটিয়ে ওঠা সম্ভব হবে। সেজন্য আপ্রাণ চেষ্টা করতে যথাযথ উদ্যোগ গ্রহণ এবং সেই উদ্যোগ বাস্তবায়নে আমরা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

রাষ্ট্রীয় সম্পদ