রাজশাহীর সব শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার

নতুন প্রজন্মকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত করার পাশাপাশি তার জীবন থেকে শিক্ষা নিতে রাজশাহী জেলায় মোট ১৯৮০টি শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু কর্নার।

শনিবার সকালে রাজশাহী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় হতে বঙ্গবন্ধু কর্নারের শুভ উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জনাব এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তরা বলেন, বঙ্গবন্ধুর সম্পর্কে জানতে তার শৈশব, কৈশোর, রাজনৈতিক জীবনের ঘটনাবলী, কারাজীবন সংসার, বাংলাদেশের স্বাধীনতা অর্জন, এই রাষ্ট্রের পুনর্গঠন সহ সকল কিছু একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসা হয়েছে বঙ্গবন্ধু কর্নারে।

‘‘তার আত্মত্যাগ,অবদান ও নিবেদন সম্পর্কে অবগত করে বঙ্গবন্ধুর আদর্শের জাতি গঠন করার উদ্দেশ্যে বাংলাদেশের প্রথম জেলা হিসেবে রাজশাহীর প্রতিটি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে।’’

কর্নারে বঙ্গবন্ধুর উপর বিভিন্ন বই এর গ্যালারি, তার জীবনী, ৭ মার্চের ভাষণ, তার সমগ্র জীবনের ফটো গ্যালারি ছাড়াও বঙ্গবন্ধু সম্পর্কিত অন্যান্য জিনিস সেখানে স্থাপিত হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আমিনুল ইসলাম এবং সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম আব্দুল কাদের।

এ সময় মহানগরসহ ৯টি উপজেলায় সংসদ সদস্যবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক মণ্ডলী, শিক্ষা কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকগন নিজ নিজ এলাকায় বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক জনাব নজরুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বঙ্গবন্ধু কর্নাররাজশাহী সিটি কর্পোরেশন