রাজশাহীতে পৌর নির্বাচনী প্রচারে উৎসবের আমেজ

রাজশাহীর ১৩টি পৌরসভায় চলছে নির্বাচনী প্রচারের উৎসব। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীঅধ্যুষিত বরেন্দ্র অঞ্চলে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন সরকারি দলের প্রার্থীরা। বিএনপি প্রার্থীরা বলছেন, গণতন্ত্র ফেরাতে তাদের পাশে থাকবে মানুষ। 

রাজশাহী শহর থেকে প্রায় ৪০/৪৫ কিলোমিটার দূরে বরেন্দ্র ভূমিখ্যাত দুর্গম এলাকায় মন্ডুমালা পৌরসভা। নাগরিক সুবিধার ছিঁটে ফোটা নেই, এমন একটি এলাকা কী করে পৌরসভা হলো, তেমন প্রশ্ন জাগতে পারে যে কারো মনেই। এখানে রাস্তা-ঘাট না থাকার সঙ্গে আছে পানির সংকটও। বাসিন্দারা জানালেন, তবু খেয়ে না খেয়ে কর দিয়ে যাচ্ছেন তারা। 

নির্বাচনকে ঘিরে প্রচার চলতে থাকলেও উন্নয়ন থমকে আছে আরেক বরেন্দ্র অঞ্চল কাকনহাট পৌরসভায়। বছরের পর বছর নৌকা আর ধানের শীষের লড়াইয়ে এলাকায় নেই কোনো উন্নত হাট বাজার, বিদ্যুৎ ব্যবস্থা আর নিরাপদ পানির ব্যবস্থা। 

অনেক অভিযোগের পরও নতুন আশা নিয়ে এবার ভোটে উন্নয়ন চাইছে বরেন্দ্রবাসী।

পৌর নির্বাচন