রাজবাড়ীতে নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ, মাঠে নেই বিএনপি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীতে প্রচার, প্রচারণা, উঠান বৈঠকে ও নৌকার পক্ষে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ী-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী কাজী কেরামত আলী এমপি।

তবে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী প্রচার প্রচারণায় আওয়ামী লীগের প্রার্থী ব্যস্ত সময় পার করলেও মাঠে দেখা মিলছে না জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপি প্রার্থী ও নেতা কর্মীদের।

নির্বাচনী পোস্টারও চোখে পড়ছে না বিএনপি সমর্থিত প্রার্থীর।

প্রতিদিনই কুয়াশা ভেজা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও তার সমর্থকরা রাজবাড়ী-১ ও ২ সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় স্ব-স্ব প্রার্থীর পক্ষে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজবাড়ী বাজারে প্রচারণা চালান কাজী কেরামত আলী।

রাজবাড়ী-১ আসনে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনের মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এছাড়া রাজবাড়ী-২ আসনেও আওয়ামী লীগ প্রার্থী ও তার সমর্থকরা গণসংযোগ ও পথসভা করে চলেছেন।

রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলনসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

একাদশ জাতীয় নির্বাচননির্বাচনী প্রচারণা