রাজধানীর মালিবাগ রেলগেটে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

রাজধানীর মালিবাগ রেলগেটে মাদক ব্যবসায়ীদের সঙ্গে র‌্যাবের গোলাগুলিতে ‘সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছে। এ সময় র‌্যাবের ২ সদস্য আহত হয়েছে।

ঘটনাস্থল থেকে ১ লাখ ইয়াবা, ১ লাখ ৭৯ হাজার টাকা এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী জানিয়েছেন, র‌্যাবের কাছে খবর ছিল, কক্সবাজারের বড় এক মাদক ব্যবসায়ী সেখান থেকে দুই-তিনমাস পরপর মাদকের চালান ঢাকায় নিয়ে আসে।

সেই তথ্যানুযায়ী নারায়ণগঞ্জের সানারপাড় থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ীর ওপর নজরদারি শুরু করে র‌্যাব। রোববার সকালে মালিবাগ রেলগেটে বাস থেকে ওই ব্যক্তিকে ১৪/১৫টা বড় লাগেজসহ নামতে দেখা যায়।

ওই ব্যক্তি লাগেজ নিয়ে বাস কাউন্টারের কাছে অপেক্ষা করার এক পর্যায়ে তার কাছে ২টি গাড়িতে করে এক নারী ও এক পুরুষ আসে এবং তার কাছ থেকে লাগেজ নিয়ে গাড়িতে তুলতে থাকে। ওই সময় সন্দেহভাজনকে ধরতে গেলে র‌্যাবকে লক্ষ্য করে সে গুলি ছোড়ে।

জবাবে র‌্যাবও পাল্টা গুলি চালালে ওই ব্যক্তির মৃত্যু হয়। গোলাগুলিতে আহত হয় বাকি ২ নারী ও পুরুষ এবং র‌্যাবের ২ সদস্য। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহত সন্দেহভাজনদের কাছ থেকে ১ লাখ পিস ইয়াবা, ১ লাখ ৭৯ হাজার টাকা, একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি এবং ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এর সাথে কারা জড়িত আছে তদন্তের মাধ্যমে তা বের করা হবে বলে জানিয়েছেন র‌্যাব-২ কোম্পানি কমান্ডার।

বন্দুকযুদ্ধরাজধানী-বন্দুকযুদ্ধ