রাজধানীতে র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

রাজধানীর শ্যামলীর টেকনিক্যাল মোড়ে র‍্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে মেহেদী হাসান (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ওই সময় র‍্যাবের দুই সদস্য আহত হয়েছে।

র‍্যাবের দাবি, নিহত ব্যক্তি শীর্ষ মাদক ব্যবসায়ী ছিল।

বুধবার ভোরে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুলিসহ বিদেশি রিভলবার ও ৩০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে বলে জানায় র‍্যাব।

র‌্যাব জানিয়েছে: নিহত মেহেদী হাসান (৩২) একজন ‘শীর্ষ মাদক চোরাকারবারি’। তার বিরুদ্ধে মোহাম্মদপুর, মিরপুর, হাজারীবাগ, যাত্রাবাড়ীসহ বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে।

র‍্যাবের গণমাধ্যম শাখা থেকে ক্ষুদেবার্তায় জানানো হয়, অভিযানকালে র‍্যাব-২-এর সঙ্গে মাদক ব্যবসায়ীদের গুলিবিনিময় হয়। এতে শীর্ষ মাদক ব্যবসায়ী মেহেদি নিহত হন। এ ঘটনায় র‍্যাবের দুই সদস্য আহত হন।

র‍্যাব-২-এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী চ্যানেল আই অনলাইন-কে বলেন: মাদকের চালান নিয়ে ওই যুবক (মেহেদি) চাঁপাইনবাবগঞ্জ থেকে ভোরে ঢাকায় আসে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‍্যাব এলাকায় একাধিক তল্লাশিচৌকি বসায়। সঙ্গে টহল দলও ছিল।

ভোরে একটি বাস টেকনিক্যাল মোড় দিয়ে গাবতলী যাওযার সময় বাস থেকে চার-পাঁচ ব্যক্তি নেমে পড়ে। ধারণা করা হয়, একাধিক তল্লাশিচৌকি থাকার খবর পেয়ে মাদকচক্রের লোকজন বাস থেকে নেমে যায়। টহল দল তাদের থামতে বলে। তারা না থেমে র‍্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি চালায়।

একপর্যায়ে মাদকচক্রের লোকজন পালিয়ে যায়। ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে র‍্যাব। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তার লাশ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রয়েছে।

বন্দুকযুদ্ধমাদকবিরোধী অভিযানর‌্যাব-২