রাকিবুলের হ্যাটট্রিকে কোয়ার্টারের পথে বাংলাদেশ

বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের হ্যাটট্রিকে স্কটল্যান্ডকে একশর নিচে গুটিয়ে বড় জয়ের মঞ্চটা সাজিয়েই রেখেছিল বাংলাদেশ। ঝটপট রান তুলে পরে টানা দ্বিতীয় জয়ে সাউথ আফ্রিকায় বসা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কোয়ার্টারের পথে এক পা দিয়ে রাখল টাইগাররা।

পচেফস্ট্রুমে মঙ্গলবার গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাটে-বলে দাপট দেখিয়ে বাংলাদেশ তুলে নিয়েছে ৭ উইকেটের জয়। জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে সিরিজ শুরু করেছিল আকবর আলীর দল।

শুক্রবার পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ যুবাদের। তার আগে জিম্বাবুয়ে যদি নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে হারে, এক ম্যাচ হাতে রেখেই কোয়ার্টারে উঠে যাবে লাল-সবুজরা। তখন সেদিনের হিসাব থাকবে গ্রুপ-সি থেকে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখার। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে বাংলাদেশ। এক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে পাকিস্তান। জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড এখনও জয়ের মুখ দেখেনি।

আগে বল করতে নেমে ৩০.৩ ওভারে স্কটিশ যুবাদের ৮৯ রানে গুটিয়ে দেয় টাইগার যুবারা। জবাব দিতে নেমে ১৬.৪ ওভারে ৭ উইকেট অক্ষত রেখে জয়ে নোঙর ফেলে বাংলাদেশ।

শুরুতে এদিন টপাটপ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। ২১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকেছে স্কটল্যান্ড। একসময় ৬৭ রানে ৮ উইকেট খুইয়ে বসে। টাইগাররা প্রথম সাফল্য আনে পঞ্চম ওভারেই। শরিফুল ইসলাম এনে দেন উইকেট। পরে আরও চার উইকেট তুলে নেয় লাল-সবুজরা। তারপর রাকিবুল ম্যাজিক!

১৭ বছর বয়সী রাকিবুল নিজের চতুর্থ ওভারে এসে পান সাফল্য। ২৪তম ওভারের প্রথম বলে এক রান দেন, পরের বলে তুলে নেন ডট। তৃতীয় বলে কেস সাজ্জাদকে বোল্ড করে শুরুটা করেন।

ওই ওভারের চতুর্থ বলে রবার্টসনকে এলবিডব্লিউ করেন। পঞ্চম বলে আসে সেই মাহেন্দ্রক্ষণ। চার্লি পিটকে বোল্ড করে অন্যকোনো ফিল্ডারের সাহায্য ছাড়াই পূর্ণ করেন দারুণ এক বিশ্বকাপ হ্যাটট্রিক।

শেষপর্যন্ত রাকিবুল ৫.৩ ওভারে ১৬ রানে ৪ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন শুরুর সাফল্য আনা দুই পেসার শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। শামিম হোসেন ও মৃত্যুঞ্জয় নিয়েছেন একটি করে উইকেট।

যুব ওয়ানডেতে এদিন তৃতীয় হ্যাটট্রিকের দেখা পেল বাংলাদেশ। যুব বিশ্বকাপে দ্বিতীয়। ২০১০ বিশ্বকাপে নেপিয়ারে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে যুব ওয়ানডেতে হ্যাটট্রিক করেছিলেন পেসার কামরুল ইসলাম রাব্বি। আর ২০১৩ সালে গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন লেগস্পিনার জুবায়ের হোসেন লিখন।

লক্ষ্য তাড়ায় নেমে তানজিদ হোসেন রানের খাতা খোলার আগেই ফিরলেও কোনো সমস্যা হয়নি। পারভেজ হোসেন ইমন ২৫, শামিম হোসেন ১০ রানে আউট হন। তৌহিদ হৃদয় ১৭ ও মাহামুদুল হাসান জয় ৩৫ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলযুব বিশ্বকাপ-২০২০রাকিবুললিড স্পোর্টস