রওশনকে বিরোধীদলীয় নেতা স্বীকৃতি দিলেন স্পিকার

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদকে স্বীকৃতি দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রওশন প্রয়াত বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের স্থলাভিষিক্ত হলেন।

স্পিকারের পক্ষ থেকে তার সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের রোববারের তারিখে সই করা একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রজ্ঞাপনে সংসদের উপ-নেতা হিসেবে জিএম কাদেরের নাম ঘোষণা করা হয়েছে।

এতে বলা হয়, ‘জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত সংসদীয় দলের নেতা বেগম রওশন এরশাদ (১৪৯ ময়মনসিংহ-৪)-কে জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২(১)(ট) বিধি অনুযায়ী বিরোধী দলের নেতা এবং ‘বিরোধী দলীয় নেতা এবং উপ-নেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) অধ্যাদেশ, ১৯৭৯’ অনুসারে ১৮ লালমনিরহাট-৩ থেকে নির্বাচিত সংসদ সদস্য গোলাম মােহাম্মদ কাদেরকে বিরােধী দলীয় উপ-নেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করলেন।

এর আগে অবশ্য রোববার সকালে এক ব্রিফিংয়ে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেছিলেন, জিএম কাদের দলের চেয়ারম্যান এবং রওশন এরশাদ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে চূড়ান্ত সমঝোতা হয়েছে।

জাতীয় পার্টিজাতীয় পার্টির (জাপা)জিএম কাদেররওশন এরশাদ