যে কারণে জনপ্রিয় হয়ে উঠেছে ভুট্টার আবাদ

নওগাঁয় জনপ্রিয় হয়ে উঠেছে ভুট্টার আবাদ। অন্য ফসলের চেয়ে কম সেচ ও কীটনাশক ব্যবহার কম হওয়ায় লাভবান হচ্ছেন কৃষক। এ বছর নওগাঁর আত্রাই ও রানীনগর উপজেলায় ভুট্টা চাষ হয়েছে সবচেয়ে বেশি।

লাভজনক ফসল হওয়ায় লক্ষ্যমাত্রার তুলনায় আড়াই হাজার হেক্টর বেশি জমিতে চাষ হয়েছে ভুট্টা। প্রতি বিঘা জমিতে ভুট্টা উৎপাদনের পরিমাণ ৪০ থেকে ৫০ মণ। যার বাজার মূল্য ২২ থেকে ২৫ হাজার টাকা।

স্থানীয় কৃষি বিভাগ জানায়, এ বছর ভুট্টার আশাতীত ফলন হওয়ায় অন্য বারের চেয়ে বেশি লাভবান হতে পারবেন কৃষক।

অল্প শ্রমেই ভুট্টা সহজে ঘরে তোলা যায়। ভুট্টার গাছ জ্বালানি হিসেবেও ব্যবহার করেন কৃষক।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে- 

 

নওগাঁভুট্টা চাষ