যুবরাজকে টপকাতে ‘২৬’ লাগে রোহিতের

প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। দ্বিতীয়টিতে জিতেছে ভারত। বুধবার তিনের লড়াইয়ের শেষ ওয়ানডেতে জিতলেই সিরিজ কোহলিদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমন ম্যাচে দারুণ দুই রেকর্ডের সামনে রোহিত শর্মা, যার একটি রেকর্ডে সহ-অধিনায়কের সঙ্গী হবেন অধিনায়ক বিরাট কোহলিও।

পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেটিতে নামবে ভারত। ম্যাচে ২৬ রান করলেই ভারতীয়দের মধ্যে ওয়ানডে রানে যুবরাজ সিংকে টপকে যাবেন রোহিত। উঠে যাবেন স্বদেশিদের মধ্যে সাত নম্বরে।

রোহিতের ২১৭ ম্যাচে সংগ্রহ ৮,৬৭৬ রান। যুবরাজ অবসরে গেছেন ৩০৪ ম্যাচে ৮,৭০১ রান নিয়ে। ওয়ানডেতে ৪৬৩ ম্যাচে ১৮,৪২৬ রান নিয়ে রেকর্ড দখলে রেখেছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ভারতীয়দের মধ্যে দুইয়ে কোহলি ২২৯ ম্যাচে ১১,৪০৬ রান নিয়ে।

যুবরাজকে টপকালে স্বদেশিদের মধ্যে ৩২ বছর বয়সী রোহিতের সামনে থাকবেন সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি, মোহাম্মদ আজহারউদ্দিন। তবে বিশ্ব ক্রিকেট ধরলে আরও ২১জন থাকবেন ডানহাতি রোহিত শর্মার সামনে। যাদের মধ্যে ধোনি (১০,৭৭৩), গেইল (১০,৪০৮) ও কোহলিই কেবল খেলা চালিয়ে যাচ্ছেন। গেইল ও ধোনির ক্যারিয়ার আবার শেষের দিকে।

এই ম্যাচে ২৭ রান করলে আরেকটি রেকর্ড হবে রোহিতের, যেটাতে তার সঙ্গী কোহলি। দুজনের জুটিতে হাজার রান পূর্ণ হবে উইন্ডিজের বিপক্ষে। আর কোনো জুটি ক্যারিবীয়দের বিপক্ষে জুটিতে হাজার রানের মাইলফলক ছুঁতে পারেনি। রোহিত-কোহলিই হবেন প্রথম!

কোহলিযুবরাজরোহিতলিড স্পোর্টস