যুদ্ধাপরাধী আর সাজাপ্রাপ্তদের বয়কট করুন: প্রধানমন্ত্রী

যুদ্ধাপরাধী আর সাজাপ্রাপ্ত অপরাধী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে যারা রাজনীতি করে তাদের বয়কটের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগ আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেন, এরা ক্ষমতায় এলে দেশের অকল্যাণ হবে।

শেষ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ঠেকাতে না পেরে জাতি হিসেবে দুর্বল করে দেওয়ার ঘৃন্য চেষ্টায় মঞ্চস্থ হয় ১৪ ডিসেম্বর। স্বাধীনতার মাত্র দু’দিন আগে হত্যা করা হয় এ দেশের মেধাবী সন্তানদের।

আওয়ামী লীগের আয়োজনে বুদ্ধিজীবী দিবসের আলোচনায় সেই সময়ের স্মৃতিচারণ করেন শহীদ সন্তানেরা।

আলোচনা সভার প্রধান অতিথি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন তোলেন, কিভাবে যুদ্ধাপরাধী, প্রমাণিত দুর্নীতিবাজ আর অপরাধীদের সঙ্গে হাত মেলাতে পারেন ড. কামাল হোসেন। এ সময় যুদ্ধাপরাধীদের নিয়ে প্রশ্ন করায় কর্তব্যরত সাংবাদিককে ধমক দেওয়ার সমালোচনাও করেন প্রধানমন্ত্রী।

স্বাধীনতার পর জিয়া যেমন যুদ্ধাপরাধী ও খুনিদের পুনর্বাসন করেছিলো ঠিক একইভাবে ড. কামাল আর বিএনপিও যুদ্ধাপরাধী ও প্রমাণিত অপরাধীদের হাতে ধানের শিষ তুলে দিয়েছে উল্লেখ করে তাদের বর্জনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনালিড নিউজশহীদ বুদ্ধিজীবী দিবস