যশোরে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা আবু সাঈদ আটক

যশোর-২ আসনের ধানের শীষের প্রার্থী জামায়াতের সাবেক সংসদ সদস্য আবু সাঈদ মো. শাহাদাৎ হুসাইনকে পুলিশ আটক করেছে। 

শুক্রবার সকালে ঝিকরগাছার পুরন্দরপুর গ্রামের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন জানান, জামায়াত প্রার্থী আবু সাঈদ মো. শাহাদাৎ হুসাইনের বিরুদ্ধে বেশ কয়েকটি নাশকতা মামলা রয়েছে। এর একটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নিলেও পরে নিন্ম আদালতে আত্মসমর্পণ করেননি।

এ কারণে তার সেই জামিন বাতিল হয়ে গেছে। ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, শুক্রবার সকালে আবু সাঈদ মো. শাহাদাৎ হুসাইনকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পেইন্ডিং নাশকতা মামলা রয়েছে।

দুপুরে তাকে যশোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়।

এদিকে তাকে আটকের ঘটনায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে তার ছেলে হাবিব ফয়সাল অভিযোগ করেন, আগের রাতে ৮-১০ জন হেলমেট পরিহিত সন্ত্রাসী তাদের বাড়িতে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে গুলি ছুঁড়ে চলে যায়।

এরপর পুলিশ সন্ত্রাসীদের আটকের পরিবর্তে আবু সাঈদকে অনুসরণ করতে থাকে। সকালে তাকে আটক করে নিয়ে যায়।

আবু সাঈদএকাদশ জাতীয় নির্বাচনধানের শীষ