যত খুশি সঞ্চয়পত্র কিনতে পারবে যারা

বিশেষ চাহিদাসম্পন্ন (অটিস্টিক) শিশু শিক্ষাপ্রতিষ্ঠান অথবা অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করা যেকোনো প্রতিষ্ঠান ‘তিন মাস অন্তর মুনাফা’ ভিত্তিক সঞ্চয়পত্র কিনতে পারবে। এক্ষেত্রে যত খুশি বিনিয়োগ করতে পারবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।

মঙ্গলবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, অটিস্টিক শিশুদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান অথবা অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠান সঞ্চয়পত্র কিনতে পারবে। এক্ষেত্রে কেবল ‘তিন মাস অন্তর মুনাফা’র সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে।

তবে সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে চাইলে অবশ্যই জেলা সমাজসেবা অফিসের প্রত্যয়নপত্র ও অবগত করতে হবে।

এতে আরো বলা হয়েছে, ‘এসব প্রতিষ্ঠানের জন্য সঞ্চয়পত্রে বিনিয়োগ করার কোনো সীমা থাকবে না। অর্থাৎ যতখুশি অর্থ বিনিয়োগ করতে পারবে।’

এর আগে গত ৯ নভেম্বর অর্থমন্ত্রণালয় থেকে এ নিয়ে নির্দেশনা জারি করেছিল। এমন সুযোগ দেয়ার জন্য ১৯৭৭ (সংশোধিত ২০১৫) সংশোধন করে অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।

অটিস্টিক শিশুবাংলাদেশ ব্যাংকসঞ্চয়পত্র